![](https://cdn.jagonews24.com/media/imgAllNew/BG/2023March/hockey-cover-20241127095520.jpg)
ওমানকে হারিয়ে শুভ সূচনা বাংলাদেশের
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২৪, ১০:২৪
হকিতে যে কোনো পর্যায়ের বিশ্বকাপ খেলা বাংলাদেশের জন্য বিশাল ব্যাপার। বাংলাদেশের সামনে তেমন একটা সম্ভাবনা আছে যুব দলকে নিয়ে। ওমানে চলমান অনূর্ধ্ব -২১ এশিয়া কাপে সেরা পাঁচে থাকতে পারলে বাংলাদেশ খেলতে পারবে যুব বিশ্বকাপে।
এ মিশনে বাংলাদেশের সামনে বড় বাধা ধরা হয়েছিল ওমানকে। প্রথম ম্যাচে স্বাগতিকদের হারিয়ে দুর্দান্ত সূচনা করেছে মওদুদুর রহমান শুভর শিষ্যরা।