চীনকে শায়েস্তা করতে গিয়ে যেভাবে যুক্তরাষ্ট্রকেই বিপদে ফেলবেন ট্রাম্প

প্রথম আলো জিম ও’নিল প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২৪, ০৮:০১

ডোনাল্ড ট্রাম্প তাঁর মন্ত্রিপরিষদের গুরুত্বপূর্ণ পদগুলোতে যাঁদের মনোনয়ন দিয়েছেন, তা দেখে মনে হচ্ছে, তিনি নির্বাচনী প্রচারে যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা বাস্তবায়নে তিনি বদ্ধপরিকর।


নেতাদের নির্বাচিত হওয়ার আগে দেওয়া প্রতিশ্রুতি নির্বাচিত হওয়ার পর বাস্তবায়ন না করা দেখতে দেখতে যাঁরা বিরক্ত ও ক্লান্ত, তাঁদের কাছে ট্রাম্পের এসব উদ্যোগ একটি ইতিবাচক চমক মনে হতে পারে।


তবে একজন অর্থনীতিবিদ হিসেবে আমি মনে করি, ট্রাম্পের নীতি তাঁর ও তাঁর সমর্থকদের প্রত্যাশা শেষ পর্যন্ত পূরণ করতে সক্ষম হবে না।


অভিবাসন আইন ঠিকভাবে মানা যে কোনো দেশের জন্য ভালো, কিন্তু যারা আগে থেকেই অবৈধভাবে দেশে আছে, তাদের তাড়ানোর বিষয়টি সম্পূর্ণ ভিন্ন। যদি এমন কিছু করা হয় যাতে অভিবাসীরা আসতে ভয় পান, তাহলে যুক্তরাষ্ট্র একটি বড় সুবিধা হারাতে পারে। ইউরোপ আর জাপানের মতো অনেক দেশের জনসংখ্যা কমছে। অবৈধ অভিবাসীদের ওপর নির্বিচারে চড়াও হলে যুক্তরাষ্ট্রকেও এই সমস্যায় পড়তে হতে পারে। কিন্তু এই সমস্যা থেকে যুক্তরাষ্ট্রকে বাঁচতে হবে। কারণ শ্রমশক্তি ঠিক রাখতে যুক্তরাষ্ট্রের নতুন কর্মী দরকার হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও