চীনের মধ্যস্থতায় মিয়ানমার জান্তার সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত বিদ্রোহীরা
মিয়ানমার-চীন সীমান্তে এক বছর ধরে চলা লড়াইয়ের পর মিয়ানমারের ক্ষমতাসীন সামরিক বাহিনী বিরুদ্ধে লড়াইরত শক্তিশালী বিদ্রোহী জোটের অংশ জাতিগত সংখ্যালঘু আর্মি জান্তার সঙ্গে আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করেছে।
মিয়ানমারের সামরিক জান্তার বিরুদ্ধে লড়াই করে আসা বিদ্রোহী জোটের সদস্য তা’আং ন্যাশনাল লিবারেশন আর্মি (টিএনএলএ) সোমবার তাদের আলোচনার বসতে প্রস্তুত থাকার সিদ্ধান্তের কথা ঘোষণা করেছে। জান্তার ক্রমশ দুর্বল হয়ে যাওয়া এবং চীনের দিক থেকে চাপ বাড়তে থাকার মুখে টিএনএলএ এমন সিদ্ধান্ত জানাল।
২০২১ সালে গণতন্ত্রের প্রতীক অং সান সু চির নেতৃত্বাধীন নির্বাচিত সরকারকে সামরিক বাহিনী ক্ষমতাচ্যুত করার পর থেকে মিয়ানমারে অস্থিরতা বিরাজ করছে। প্রথমে শান্তিপূর্ণ আন্দোলন দিয়ে শুরু হয়ে পরে তা সশস্ত্র প্রতিরোধের রূপ নেয় এবং জান্তার বিরুদ্ধে একাধিক ফ্রন্টে বিদ্রোহী হামলা শুরু হয়।