পৃথিবীর কক্ষপথ ছেড়ে গেল নতুন সেই ‘ছোট চাঁদ’

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৪, ১৯:০১

দুই মাস আগে পৃথিবীর কক্ষপথে যোগ হয় নতুন এক গ্রহাণু, যাকে ‘মিনি-মুন’ বা ‘ছোট চাঁদ’ বলে ডেকেছেন অনেকেই। বেশ কিছু দিন পাশাপাশি থাকার পর অদৃশ্য হয়ে গেল পৃথিবীর ওই তথাকথিত ‘মিনি মুন’।


‘২০২৪ পিটি৫’ নামের এ গ্রহাণুটি ১১মিটার চওড়া। অগাস্টে এ গ্রহাণুটির সন্ধান মেলে দক্ষিণ আফ্রিকার ‘অ্যাস্টেরয়েড টেরেস্ট্রিয়াল-ইমপ্যাক্ট লাস্ট অ্যালার্ট সিস্টেম বা অ্যাটলাস’ টেলিস্কোপের মাধ্যমে।


সেপ্টেম্বরে ঘোড়ার খুরের আকৃতির মতো পথে আংশিকভাবে পৃথিবীকে প্রদক্ষিণ করতে শুরু করে গ্রহাণুটি। ওই সময় যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা স্পষ্ট করে বলেছিল, গ্রহাণুটি কখনই পুরোপুরিভাবে পৃথিবীর কক্ষপথে প্রবেশ করবে না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও