যুক্তরাষ্ট্রের ক্ল্যামেথ নদীতে বাঁধ ভাঙতে না ভাঙতেই ১০০ বছর পর দেখা গেল স্যামন মাছ

প্রথম আলো প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৪, ১৮:৪০

যুক্তরাষ্ট্রের অরিগন অঙ্গরাজ্যে ক্ল্যামেথ নদীর অববাহিকায় ১০০ বছরের বেশি সময় পর দেখা গেছে স্যামন মাছ। ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের একটি বৃহৎ বাঁধ অপসারণের প্রকল্প বাস্তবায়নের পর ওই নদীতে মাছটি ফিরে এসেছে।


ক্ল্যামেথ নদীর একটি উপনদীতে গত অক্টোবরে অরিগন মৎস্য ও বন্য প্রাণী বিভাগের মৎস্যবিজ্ঞানীরা একটি শরৎকালীন চিনুক প্রজাতির স্যামন মাছ শনাক্ত করেছিলেন। একসময় ওই নদীর উজানে জে সি বয়েল বাঁধ ছিল। এর আগে শেষ ১৯১২ সালে ক্ল্যামেথ অববাহিকায় এই প্রজাতির মাছের দেখা মিলেছিল। ওই বছরই সেখানে চারটি জলবিদ্যুৎ বাঁধের প্রথমটি নির্মিত হয়েছিল।


আদিবাসী জাতিগোষ্ঠীগুলোর দাবির মুখে আগস্টে চারটি বাঁধের শেষটি ভেঙে ফেলা হয়। এসব জাতিগোষ্ঠীর প্রত্যাশা ছিল, বাঁধ অপসারণ করলে স্যামন মাছ ফিরে আসবে। এই মাছ ক্ল্যামেথ নদীর তীরবর্তী জনগোষ্ঠীগুলোর জন্য খাবারের গুরুত্বপূর্ণ একটি উৎস।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও