বিশ্বের দীর্ঘতম চালকবিহীন মেট্রো

যুগান্তর প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৪, ১৬:৩৬

সৌদি আরবের রাজধানী রিয়াদে চালু হতে যাচ্ছে বিশ্বের দীর্ঘতম চালকবিহীন মেট্রো। আগামী ২৭ নভেম্বর ট্রেনটির প্রথম ধাপের উদ্বোধন হবে। সৌদির আধুনিক যাতায়াত ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ সংযোজন হিসাবে বিবেচিত হচ্ছে।


২২ বিলিয়ন ডলারের এই প্রকল্পটি ২০১২ সালে পরিকল্পনা করা হয়। কিন্তু করোনা মহামারির সময় থমকে দাঁড়িয়েছিল প্রকল্পটি। অবশেষে শুরু হতে যাচ্ছে আধুনিক এই মেট্রো। সোমবার সামা টিভির প্রতিবেদনে উঠে আসে এ তথ্য।


রিয়াদ মেট্রো প্রকল্পটি বিশ্বের দীর্ঘতম চালকবিহীন মেট্রো ব্যবস্থা হিসাবে পরিচিত। প্রথম ধাপে এর ছয়টি রুটের মধ্যে তিনটি রুট চালু হবে। রিয়াদ মেট্রো তাদের অফিসিয়াল এক্স-(পূর্বে টুইটার) অ্যাকাউন্টে এ তথ্য নিশ্চিত করেছে। পরিবহণ ব্যবস্থার এই উদ্যোগ সৌদি আরবের ভিশন ২০৩০ লক্ষ্য অর্জনে একটি বড় পদক্ষেপ। এই প্রকল্পটি রিয়াদ শহরের যাতায়াত ব্যবস্থায় বিপ্লব আনবে বলে ধারণা করা হচ্ছে। মেট্রোটি অত্যাধুনিক প্রযুক্তি দ্বারা পরিচালিত হবে এবং এটি পুরোপুরি চালকবিহীন। প্রথম তিনটি রুট চালুর মাধ্যমে নগরবাসীদের জন্য সহজ, দ্রুত এবং আরামদায়ক যাত্রার সুযোগ সৃষ্টি হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও