তাঁর দৌড়ে জিপিএসে আঁকা হয়ে গেল ‘স্টিক ম্যান’
প্রথম আলো
প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৪, ১৬:৩৫
কানাডার ডানকান ম্যাকক্যাব দৌড়াতে ভালোবাসেন। দৌড়ানোর সময় তিনি ‘জিপিএস’ চালু রাখেন। তাতে নগরীর কোন পথ দিয়ে তিনি দৌড়াচ্ছেন, তা আনলাইন ম্যাপে দেখা যায়। প্রতিবার তিনি যে পথ দৌড়ান, তাতে অনলাইন ম্যাপে একেকটি ‘স্টিক ম্যান’ তৈরি হয়।
এভাবে প্রতিদিন নিজের দৌড়ের অনলাইন ম্যাপ একত্র করে ডানকান ভিডিও বানিয়ে ফেলেন। এরপর সেটি পোস্ট করে দেন সামাজিক যোগাযোগমাধ্যমে। তাঁর ভিডিও দেখে মনে হয়, অনলাইন ম্যাপে একজন ‘স্টিক ম্যান’ নাচানাচি করছে।