অনলাইন জুয়া রোধে কঠোর আইন জরুরি
বিজ্ঞান আশীর্বাদ নাকি অভিশাপ- অনেক আগে থেকে চলে আসা এ প্রশ্নের উত্তর এক কথায় দেওয়া মুশকিল। তবে এতটুকু বলা যায়, বিজ্ঞান আশীর্বাদ নাকি অভিশাপ, তা নির্ভর করে বিজ্ঞানকে কীভাবে ব্যবহার করা হয় তার ওপর। যদি বিজ্ঞানকে ইতিবাচকভাবে কাজে লাগানো হয়, তবে তা হবে আশীর্বাদ। আর নেতিবাচকভাবে কাজে লাগালে হবে অভিশাপ। বাস্তবতা হচ্ছে, আমাদের দৈনন্দিন জীবনের প্রায় প্রতিটি ক্ষেত্রে বিজ্ঞান অপরিহার্য হয়ে পড়েছে।
বলা বাহুল্য, বিজ্ঞানের কারণে সার্বিক যোগাযোগসহ অনেক কিছুই এখন মানুষের হাতের মুঠোয়। তবে বিজ্ঞানকে খারাপ কাজে লাগানো হলে সেই দোষ বিজ্ঞানের নয়, মানুষের। কারণ, মানুষই বিজ্ঞানকে বিপথে পরিচালিত করে। যেমন, অনলাইন জুয়া। অনলাইন জুয়া এবং এর নেতিবাচক প্রভাব সম্পর্কে জানার আগে জুয়া সম্পর্কে সম্যক ধারণা থাকা প্রয়োজন। মূলত জুয়া বা বাজি হচ্ছে এমন একটি খেলা, যা লাভ বা লোকসানের মধ্যে ঝুলন্ত থাকে।
- ট্যাগ:
- মতামত
- অনলাইন জুয়া