স্যামসাংয়ে এআই অন্তর্ভুক্ত করতে ওপেনএআইয়ের সঙ্গে আলোচনা
বণিক বার্তা
প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৪, ১০:১২
নিজেদের ইলেকট্রনিক ডিভাইসে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ফিচার যুক্ত করার জন্য সম্প্রতি চ্যাটজিপিটির প্যারেন্ট কোম্পানি ওপেনএআইয়ের সঙ্গে আলোচনা করেছে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি জায়ান্ট স্যামসাং। কোরিয়া হেরাল্ডের শুক্রবারের প্রতিবেদনে এ তথ্য উঠে আসে।
প্রযুক্তিসংশ্লিষ্টরা বলছেন, গুগল যেহেতু ব্রাউজার ও সার্চ মার্কেটে নেতৃস্থানীয় প্রতিষ্ঠান, তাই এ পদক্ষেপ ওপেনএআইকে গুগলের একটি সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী হিসেবে প্রতিষ্ঠিত করতে পারে। সংশ্লিষ্ট সূত্র জানায়, এ আলোচনা ঠিক ওপেনএআই ও অ্যাপলের মধ্যকার সাম্প্রতিক চুক্তির মতোই। এ চুক্তির মাধ্যমে অ্যাপল তাদের নতুন ডিভাইসে ওপেনএআইয়ের প্রযুক্তি ব্যবহারের অনুমতি পায়।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১০ মাস, ২ সপ্তাহ আগে
১ বছর আগে