‘রাষ্ট্রের পাশাপাশি রাজনৈতিক দলেরও সংস্কার প্রয়োজন’
ঢাকা পোষ্ট
প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৪, ১৮:৩৪
শুধু রাষ্ট্র ও দেশের সংস্কার নয়, রাজনৈতিক দলগুলোরও সংস্কার প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান।
সোমবার (২৫ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ আলোচনা সভার আয়োজন করে মাহিদুর রহমান স্বদেশ প্রত্যাবর্তন আয়োজক কমিটি।
সেলিমা রহমান বলেন, ৫ আগস্টে স্বৈরশাসকের পতন হলেও তার দোসররা এখনো রয়ে গেছে। যে লক্ষ্যে বৈষম্যবিরোধী ছাত্ররা আন্দোলন করেছে, বিএনপি ১৭ বছর ধরে কষ্ট করেছে, সে লক্ষ্য এখনো বাস্তবায়ন হয়নি। সাধারণ মানুষকে ব্যবহার করে আওয়ামী লীগ দেশে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চাইছে। এর সমাধান একটাই– একটি পরিপূর্ণ রাজনৈতিক দলের মাধ্যমে জবাবদিহিতামূলক সরকার গঠিত হলে দেশের প্রতিটা সেক্টরে নিয়ন্ত্রণ ফিরিয়ে আনা সম্ভব।