You have reached your daily news limit

Please log in to continue


সচিব পদমর্যাদা পেলেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক

বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালককে সচিব পদমর্যাদায় যুক্ত করা হয়েছে। প্রথমবারের মতো এই নিয়োগ পেয়েছেন একাডেমির বর্তমান মহাপরিচালক নাট্যকার ও শিক্ষক ড. সৈয়দ জামিল আহমেদ।

গত ২১ নভেম্বর রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আবুল হায়াত মো. রফিক স্বাক্ষরিত পত্রে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক হিসেবে ড. সৈয়দ জামিল আহমেদ বাংলাদেশ সরকারের সচিব পদমর্যাদায় বেতন ভাতাদিসহ আনুষঙ্গিক সুযোগ সুবিধা ভোগ করবেন। গত ২১ নভেম্বর জনস্বার্থে এ আদেশ জারি করা হয়।

এর আগে সরকারের অতিরিক্ত সচিব পদমর্যাদায় বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে মহাপরিচালকগণ নিয়োগ পেয়েছেন এবং দায়িত্ব পালন করেছেন।

প্রসঙ্গত, নাট্যনির্দেশক ও গবেষক সৈয়দ জামিল আহমেদের জন্ম ১৯৫৫ সালে। ১৯৭৮ সালে নতুন দিল্লির ন্যাশনাল স্কুল অব ড্রামা থেকে গ্র্যাজুয়েশন এবং ১৯৮৯ সালে ইংল্যান্ডের ইউনিভার্সিটি অব ওয়ারইক থেকে নাট্যকলা বিষয়ে এমএ ও ১৯৯৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট করেন সৈয়দ জামিল আহমেদ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন