![](https://cdn.jagonews24.com/media/imgAllNew/BG/2023March/geyser-20241125122322.jpg)
শীতে পানি গরম করতে গিজার নাকি হিটার রড কোনটা ভালো?
পানি গরম করার জন্য গিজার এবং ইমারসন দুটোই ভালো। উভয়েরই নিজস্ব সুবিধা এবং অসুবিধা রয়েছে। ইমারসন রড বাজেট ফ্রেন্ডলি এবং পোর্টেবল। অন্যদিকে গিজার দীর্ঘমেয়াদি সুবিধা দেয়, সঙ্গে নিরাপদও। তবে দামে বিস্তর ফারাক হয়েছে।
তবে কোনটি ব্যবহার নিরাপদ এবং বিদ্যুৎ সাশ্রয়ী তা ভেবে দেখেছেন কি? ইমারসন রড বা গিজার উভয় ব্যবহারের কিছু সুবিধা অসুবিধা রয়েছে। চলুন দেখে নেওয়া যাক-
ইমারসন রড
ইমারসন রডের দাম ৩০০ টাকা থেকে শুরু। ১৫০০ টাকা পর্যন্ত হতে পারে। এককথায় বাজেট ফ্রেন্ডলি। বিশেষ করে ছাত্রছাত্রী বা ছোট পরিবারগুলোর জন্য। সাধারণত ১.৫ থেকে ২.০ কিলোওয়াট বিদ্যুৎ খরচ হয়। ঘণ্টা হিসেবে ধরলে ১.৫ ইউনিট।
গিজার
গিজারের দাম সাধারণত ৩ হাজার টাকা থেকে শুরু করে ১৫ হাজার টাকা পর্যন্ত হয়। তাই বাথরুমে গিজার লাগাতে গেলে হাতে টাকা থাকা প্রয়োজন। ইনস্ট্যান্ট গিজারে ৩ থেকে ৫ কিলোওয়াট পর্যন্ত বিদ্যুৎ খরচ হয়। স্টোরেজ গিজারে ২ থেকে ৩ কিলোওয়াট। ইমারসন রডের থেকে বেশি।
- ট্যাগ:
- প্রযুক্তি
- গরম পানি
- গিজার
- ওয়াটার হিটার