মোস্তাফিজ-রিশাদদের নিলাম কখন, সাকিব-তাসকিনদের কি ডাকা হবে

প্রথম আলো প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৪, ১২:৫৩

বাংলাদেশ সময় গতকাল বিকেল থেকে অসংখ্য ক্রিকেটপ্রেমীর চোখ জেদ্দার আবাদি আল-জোহর অ্যারেনায়। ১৫ হাজার দর্শক ধারণক্ষমতার এই থিয়েটারেই যে বসেছে আইপিএলের মেগা নিলাম, যেখানে ১০ ফ্র্যাঞ্চাইজির হাঁকডাকে বদলে যাচ্ছে ক্রিকেটারদের ঠিকানা ও ভাগ্য। আজ নিলামের দ্বিতীয় ও শেষ দিনে সৌভাগ্য সঙ্গী হতে পারে বাংলাদেশি ক্রিকেটারদেরও।


শেষ মুহূর্তে ৩ জনকে যুক্ত করে এবারের মেগা নিলামের তালিকায় ৫৭৭ ক্রিকেটার রাখা হয়েছে। তাঁদের মধ্যে বাংলাদেশের ক্রিকেটার ১২ জন। তবে গতকাল মেগা নিলামের প্রথম দিনে বাংলাদেশের কাউকে ডাকা হয়নি। নিয়ম অনুযায়ী, ত্বরিত বা দ্রুততর নিলামপ্রক্রিয়ায় আজ তাঁদের ডাকা হতে পারে।

ক্রমিক নম্বর অনুসারে প্রথম ১১৭ জনের মধ্যে কাল ৮৪ জনকে নিলামে তোলা হয়েছে। আজ সঞ্চালক মল্লিকা সাগর এক এক করে ডাকবেন পরের ৩৩ জনকে। এরপর তালিকার ১১৮ থেকে ৫৭৭ পর্যন্ত থাকা খেলোয়াড়দের ডাকার প্রক্রিয়া শুরু হবে। তবে এই ৪৪০ জনের সবাইকে না–ও ডাকা হতে পারে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও