You have reached your daily news limit

Please log in to continue


এশিয়ায় সংকট উস্কে দিতে তাইওয়ানকে ব্যবহার করছে যুক্তরাষ্ট্র: রাশিয়া

এশিয়ায় গুরুতর সংকট উস্কে দিতে তাইওয়ানকে ব্যবহার করছে যুক্তরাষ্ট্র। রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেই রুদেনকো রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসকে একথা বলেছেন। তাইওয়ান ইস্যুতে চীনের অবস্থানের প্রতি মস্কোর সমর্থন পুনর্ব্যক্ত করে তিনি একথা বলেন।

রুদেনকো বলেন, "আমরা দেখতে পাচ্ছি, ওয়াশিংটন তাদের স্বীকৃত 'এক চীন' নীতি লঙ্ঘন করে 'স্থিতাবস্থা' বজায় রাখার স্লোগানের তলে তলে তাইপের সঙ্গে সামরিক-রাজনৈতিক যোগাযোগ জোরদার করছে এবং অস্ত্র সরবরাহ বাড়াচ্ছে।"

তিনি আরও বলেন, “এ অঞ্চলের বিষয়ে যুক্তরাষ্ট্রের এমন প্রকাশ্য হস্তক্ষেপের কারণ হল, পিপলস রিপাবলিক অব চায়না (পিআরসি)-কে উস্কানি দেওয়া এবং এশিয়ায় সংকট তৈরি করা, যাতে নিজেদের স্বার্থসিদ্ধি হয়।”

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন