মিলন-বিচ্ছেদের সুরে ফিরে ফিরে আসেন বারী সিদ্দিকী

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৪, ১২:৫৮

তার কণ্ঠে ‘মানুষ ধরো মানুষ ভজ’, ‘আমার মন্দ স্বভাব’, ‘আমার গায়ে যত দুঃখ সয়’, ‘শুয়া চান পাখি’, ‘জীবন যদি বদল করা যেত’, ‘পূবালী বাতাসে’ মর্মস্পর্শী গানগুলো আজও শ্রোতা ভক্তদের হৃদয়কে হাহাকারে ভরিয়ে তুলে। সুরের মুগ্ধতায় ভাসিয়ে নিয়ে যায়। তিনি প্রয়াত গায়ক ও বিখ্যাত বংশীবাদক বারী সিদ্দিকীর কথা।


হিজলে তমালে ছাওয়া আদিঅন্তহীন হাওরের বুক থেকে গান নিয়ে বারী সিদ্দিকী ছড়িয়ে দিয়েছিলেন সারা বাংলায়। জল ছলছল লিলুয়া বাতাসে ভেসে সেই অপরূপ গানে স্পর্শ করেছিলেন সমগ্র বাংলাভাষী মানুষদের মন।


আজ ২৪ নভেম্বর এই গুণী শিল্পীর ৭ম মৃত্যুবার্ষিকী। ২০১৭ সালের আজকের এই দিনে চলে যান তিনি অদেখা ভুবনে। মৃত্যু তার নশ্বর দেহটাকে সবার কাছ থেকে আলাদা করে দিয়েছে বটে, কিন্তু প্রিয় এই শিল্পী মিশে আছেন বাংলা গানের বুকজুড়ে। থাকবেন অনন্তকাল।


আজ এই শিল্পীর ভক্ত-অনুরাগীরা শ্রদ্ধা-ভালোবাসায় স্মরণ করবেন তাকে। টিভি চ্যানেলগুলোতে থাকবে নানা আয়োজন। যার মধ্যে মাছরাঙ্গা টেলিভিশনে থাকছে বারী সিদ্দিকী স্মরণে বিশেষ সঙ্গীতানুষ্ঠান। রাঙ্গা সকালে শিল্পীর ১০টি গান গাইবেন ও স্মৃতিচারণ করবেন কষ্ঠশিল্পী ও বারী সিদ্দিকী স্মৃতি পরিষদের সভাপতি প্রিন্স আলমগীর।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও