You have reached your daily news limit

Please log in to continue


শেষের দুই গোলে ১০ জনের বার্সাকে রুখে দিল সেল্তা

দুই অর্ধের দুই গোলে জয়ের পথেই ছুটছিল বার্সেলোনা। নির্ধারিত সময়ের আট মিনিট বাকি থাকতে মার্ক কাসাদো লাল কার্ড দেখে মাঠ ছাড়ার পর মুহূর্তেই পাল্টে গেল চিত্র। পরের চার মিনিটের মধ্যে দুই গোল করে নাটকীয়ভাবে পয়েন্ট তুলে নিল সেল্তা ভিগো।

সেল্তার মাঠে শনিবার রাতে লা লিগার ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে।

রাফিনিয়া বার্সেলোনাকে এগিয়ে নেওয়ার পর দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ান রবের্ত লেভানদোভস্কি। শেষ দিকে সেল্তার দুই গোল করেন গনসালেস ও আলভারেস।

২০২১ সালের নভেম্বরের পর এই প্রথম লা লিগার কোনো ম্যাচে দুই গোলের লিড নেওয়ার পর পয়েন্ট হারাল বার্সেলোনা। কাকতালীয়ভাবে, সেবারও তাদের প্রতিপক্ষ ছিল সেল্তা। ওই ম্যাচে একটা সময়ে ৩-০ গোলে এগিয়ে ছিল বার্সেলোনা। ৯৬তম মিনিটে ইয়াগো আসপাসের গোলে ৩-৩ ড্র হয়েছিল ম্যাচ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন