যুক্তরাষ্ট্রের পর কানাডায় মানুষের মস্তিষ্কে চিপ বসানোর অনুমতি পেল ইলন মাস্কের নিউরালিংক
প্রথম আলো
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৪, ১৩:৫১
দীর্ঘদিন ধরেই মানুষের মস্তিষ্ক ও যন্ত্রের মধ্যে সংযোগ স্থাপন করার কাজ করছে নিউরালিংক। এ জন্য ব্রেন কম্পিউটার ইন্টারফেসেস (বিসিআইএস) প্রযুক্তির তারহীন চিপও তৈরি করেছে ইলন মাস্কের মালিকানাধীন প্রতিষ্ঠানটি। এরই মধ্যে যুক্তরাষ্ট্রে বসবাসকারী দুই ব্যক্তির মস্তিষ্কে নিজেদের তৈরি ব্রেন চিপ যুক্ত করে সফল হয়েছে নিউরালিংক। এবার যুক্তরাষ্ট্রের পর কানাডায় নিজেদের তৈরি ব্রেন চিপের ক্লিনিক্যাল ট্রায়াল চালানোর অনুমতি পেয়েছে নিউরালিংক।
নিউরালিংকের তৈরি বিসিআইএস প্রযুক্তিনির্ভর ব্রেন চিপটি মস্তিষ্ক থেকে কৃত্রিমভাবে সংকেত পাঠিয়ে কম্পিউটার, স্মার্টফোনসহ বিভিন্ন যন্ত্র দূর থেকে নিয়ন্ত্রণ করতে পারে। ফলে মনে মনে ভাবলেই কম্পিউটার বা স্মার্টফোনে বিভিন্ন ধরনের কাজ করা যায়। এ অনুমোদনের ফলে কানাডায় নিজেদের তৈরি ব্রেন চিপটির কার্যকারিতা পরীক্ষা করতে পারবে নিউরালিংক।