মাইক্রোসফট এজ ব্রাউজারেও আছে ডার্ক মোড

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৪, ২৩:৩২

অনলাইনে বিভিন্ন কাজ করার জন্য, ওয়েব ব্রাউজার অপরিহার্য অ্যাপ। আর অনেকেই আছেন, যারা ‘ডার্ক মোডে’ কম আলোতে ওয়েব সার্ফ করতে পছন্দ করেন।


মাইক্রোসফট এজ ব্রাউজার ব্যবহারকারীরা খুব সহজেই ডার্ক মোড চালু করে নিতে পারেন। এ বিষয়ে একটি নির্দেশনামূলক প্রতিবেদন প্রকাশ করেছে প্রযুক্তবিষয়ক সাইট হাও-টু গিক। চলুন জেনে নেওয়া যাক এর বিস্তারিত।


কীভাবে ‘ডার্ক মোড’ চালু করবেন?


এজ ব্রাউজারে ডার্ক মোড চালু করার জন্য প্রথমে ব্রাউজারটি খুলুন। স্ক্রিনের ওপরের ডান কোণায় মেনু বোতাম বা তিনটি ডট-এর ওপর ক্লিক করুন। ড্রপ ডাউন মেনু থেকে সেটিংস অপশনটি বেছে নিন।


এবার, বাম হাতের মেনু থেকে ‘অ্যাপিয়ারেন্স’ অপশনটি বেছে নিন।


সরাসরি ডার্ক মোড ব্যবহার করার জন্য, ‘ওভারঅল অ্যাপিয়ারেন্স’ বিভাগে ‘ডার্ক’ অপশনে ক্লিক করুন। এটি বিভিন্ন ট্যাব, অ্যাড্রেস বার, মেনু’র রং বদলে দেবে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে