You have reached your daily news limit

Please log in to continue


ঘণ্টায় ১৫৭৫ পুশ আপ দিয়ে রেকর্ড বৃদ্ধার

পুশ আপ শরীর চর্চার এক অন্যতম জনপ্রিয় উপায়। তবে এবার এই পুশ আপ দিয়েই দ্বিতীয়বারের মতো গিনেস রেকর্ড গড়লেন ৫৯ বছর বয়সী বৃদ্ধা। কানাডার ডোনাজিন ওয়াইল্ড একজন সুপারউইম্যান বটে। অন্তত তার নাতি-নাতনিরা তা দাবি করতেই পারেন।

ডোনাজিন গত সপ্তাহে ৬০ মিনিটে ১ হাজার ৫৭৫ পুশ আপ দিয়ে রেকর্ড করেছেন। এর আগে এ বছরের মার্চে ৪ ঘণ্টা ৩০ মিনিট ১১ সেকেন্ড প্ল্যাঙ্ক করে রেকর্ড গড়েছিলেন। তিনি দীর্ঘতম সময়ের জন্য পেটের প্ল্যাঙ্ক পজিশনে (নারী) এই রেকর্ড অর্জন করেন।

ডোনাজিন বলেছেন যে, তার প্রথম রেকর্ড শিরোনামের জন্য কঠিন প্রশিক্ষণ তাকে তার দ্বিতীয়বারে সাহায্য করেছিল। সে পুশ আপ করার প্রেমে পড়েছিলেন যখন তিনি প্ল্যাঙ্কিংয়ের প্রস্তুতির জন্য দিনে ৫০০টি পুশ আপ দিতেন। তিনি রকি পর্বতমালার পাদদেশে আলবার্টার বিজারে তার বাড়িতে ঘণ্টার পর ঘণ্টা প্রশিক্ষণ নিয়েছেন। তিনি বলেন, প্রকৃতির শান্ত শক্তি তার কাজকে অনুপ্রাণিত করেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন