বুশরা বিবির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

প্রথম আলো পাকিস্তান প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৪, ১৯:২৯

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রী বুশরা বিবির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন দেশটির একটি দুর্নীতি দমনবিষয়ক আদালত। আল-কাদির ট্রাস্ট মামলার একাধিক শুনানিতে অনুপস্থিত থাকায় তাঁর বিরুদ্ধে এ পরোয়ানা জারি করা হয়েছে। মামলাটি ১৯ কোটি পাউন্ডের মামলা হিসেবেও পরিচিত।


আজ শুক্রবার ট্রায়াল কোর্টের বিচারক নাসির জাভেদ রানা এই পরোয়ানা জারি করেন। তিনি বলেছেন, বুশরা বিবি আল-কাদির ট্রাস্ট মামলার অন্তত আটটি শুনানিতে অনুপস্থিত ছিলেন।

বিচারক জাভেদ রানা বুশরা বিবিকে গ্রেপ্তারের একটি আদেশনামাও পুলিশের কাছে পাঠিয়েছেন। তাঁকে ২৬ নভেম্বরের (আগামী মঙ্গলবার) মধ্যে আদালতে উপস্থিত করতে নির্দেশ দিয়েছেন।


অন্যদিকে বুশরা বিবির জামিনের জামিনদারের বিরুদ্ধেও একটি কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন আদালত।


তোশাখানা মামলায় গ্রেপ্তার হয়ে প্রায় ৯ মাস রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দী ছিলেন বুশরা বিবি। গত মাসে তিনি এ মামলা থেকে জামিন পান।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও