You have reached your daily news limit

Please log in to continue


আসছে গুলতেকিন ও নুহাশের ‘২ষ’

নুহাশ হুমায়ূনের ওটিটি সিরিজ ‘পেট কাটা ষ’র দ্বিতীয় মৌসম ‘২ষ’ নির্মাণ শেষ, এখন কেবল মুক্তির অপেক্ষা।

সিরিজের টিজার প্রকাশ করে এই খবর জানিয়েছে ওটিটি প্ল্যাটফর্ম চরকি।

বিজ্ঞপ্তিতে চরকি জানিয়েছে, প্রথমটির মত দ্বিতীয় সিজনেও থাকছে চারটি গল্প। সেগুলোর নাম এবং মুক্তির তারিখ শিগগির জানানো হবে।

‘২ষ’ র গল্পগুলো ফ্যান্টাসি, হরর ও মিস্ট্রি ঘরানার। এই গল্পগুলো লিখেছেন নুহাশ ও তার মা গুলতেকিন খান। এই প্রথমবারের মত কোনো সিরিজের জন্য গল্প লিখেছেন কবি গুলতেকিন।

‘২ষ’তে অভিনয় করেছেন আফজাল হোসেন, মোশাররফ করিম, কাজী নওশাবা আহমেদসহ অনেকে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন