গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৪৪ হাজার ছাড়ালো
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৪, ১১:২৭
গাজা উপত্যকার উত্তর ও মধ্যাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় আরও অন্তত ৮৭ জন নিহত হয়েছেন। এর ফলে সংঘাত শুরুর পর থেকে অবরুদ্ধ উপত্যকাটিতে নিহতের সংখ্যা ৪৪ হাজার ছাড়িয়েছে।
কামাল আদওয়ান হাসপাতালের পরিচালক ড. হোসাম আবু সাফিয়া জানিয়েছেন, উত্তর গাজায় রাতভর হামলায় ৬৫ জন নিহত হয়েছেন। হামলার সময় সেখানে প্রায় ২০০ জন উপস্থিত ছিলেন।
তিনি বলেন, হাসপাতালের মেডিকেল টিম ধ্বংসস্তূপের নিচ থেকে ৬৫ জনের মরদেহ উদ্ধার করেছে। কোনো আধুনিক উদ্ধার সরঞ্জাম না থাকায় হাত দিয়েই কাজ করতে হচ্ছে। ড. সাফিয়া সতর্ক করেন, যদি আন্তর্জাতিক সহায়তা না আসে এবং চিকিৎসা সরঞ্জাম না পৌঁছায়, তবে হাসপাতালটি ‘গণকবরে’ পরিণত হতে পারে।