২১ থেকে ৫৪ বছর বয়সী ১ হাজার নারী সম্প্রতি এক জরিপে জানিয়েছেন, তাঁদের কাছে ‘পারফেক্ট পুরুষ’-এর মানে কী। জীবনসঙ্গীর কোন দিকগুলো তাঁদের কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।
যুক্তরাষ্ট্রের নিউজার্সির প্রিন্সটনের ‘অপিনিয়ন রিসার্চ করপোরেশন’ পরিচালিত এই জরিপে দেখা গেছে, নারীরা পুরুষের শারীরিক নানা দিকের চেয়েও আচরণগত বেশ কিছু বিষয়কে গুরুত্ব দেন বেশি। মাত্র ১৩ ভাগ নারী জানিয়েছেন, পুরুষের উচ্চতা, স্টাইল, চেহারা, পেশিবহুল ফিট শরীর তাঁদের কাছে আকর্ষণীয়। অন্যদিকে ৬৬ ভাগ নারী জানিয়েছেন, যে পুরুষ তাঁকে তাঁর মতো করে গ্রহণ করেন, তিনি যে রকম, সেই সত্তাকেই ভালোবাসেন, তেমন পুরুষকেই তাঁরা জীবনসঙ্গী হিসেবে গ্রহণ করতে চান। ৮৭ ভাগ নারী জানিয়েছেন, জীবনসঙ্গী তাঁকে মূল্যায়ন করছে কি না, সম্মান করছে কি না, এটা তাঁদের কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।