একাই ভেঙেছেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ড, জামাকাপড় ঝুলিয়ে ফের নজির মার্কিন বাসিন্দার

eisamay.com প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৪, ১৭:০২

‘কতই রঙ্গ দেখি দুনিয়ায়, ও ভাইরে!’


ঘটনাটি শুনলে আপনিও এই কথা বলে উঠতে পারেন। বাড়ির ছোট্ট আলমারির হ্যাঙ্গারে জামাকাপড় ঝুলিয়ে বিশ্ব রেকর্ড গড়লেন এক মার্কিন নাগরিক। তিনি নাকি ইতিমধ্যেই ৩০০টিরও বেশি বিশ্ব রেকর্ড গড়ে ফেলেছেন। এ বার হ্যাঙ্গারে জামা ঝুলিয়ে ফের গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নিজের নাম লিখিয়েছেন তিনি।


বিশ্বের বিভিন্ন বিষয় সংক্রান্ত রেকর্ড নথিভুক্ত করে রাখা হয় গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড নামের একটি বার্ষিক প্রকাশনায়। সেখানে কারও নাম উঠেছে বিশ্বের সবচেয়ে বড় গোঁফের মালিক হওয়ার জন্য, কেউ বা নাম লিখিয়েছেন দীর্ঘতম জিভ কিংবা নখের জন্য। বইটিতে নাম আছে জ্যাক, দ্য ম্যাকাও নামে এক পাখিরও। ২০১২ সালে সান জোসেতে এক মিনিটে সর্বাধিক সংখ্যক ক্যান খোলার বিশ্ব রেকর্ড গড়েছিল সে। এক মিনিটে মোট ৩৫টি ক্যান খুলতে পেরেছিল জ্যাক, দ্য ম্যাকাও। তবে আজ যাঁর কথা বলব, তিনি চ্যাম্পিয়নদেরও চ্যাম্পিয়ন। এক বা দু’বার নয়, এক-একবার এক-এক কারনামা করে ৩০০-রও বেশিবার নিজের নাম গিনেস বুক অফ ওয়ার্ল্ডে তুলেছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও