আমরা শুধু ফ্যাসিলিটেটর, কোনো শাসক না: ড. ইউনূস
দেশের মানুষের নানা প্রত্যাশার মধ্যে যে অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের হাল ধরেছে, সম্প্রতি সেই সরকারের ১০০ দিন পূর্ণ হয়েছে। এই কয়েক মাস ছিল প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের জন্য চ্যালেঞ্জে পরিপূর্ণ।
শান্তিতে নোবেলজয়ী এই অধ্যাপকের একান্ত সাক্ষাৎকার নিয়েছেন দ্য ডেইলি স্টার সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম। সেখানে উঠে এসেছে সংস্কার ও নির্বাচন থেকে শুরু করে গণমাধ্যম ও পররাষ্ট্রনীতিসহ নানা বিষয়।
বুধবার সাক্ষাৎকারটির সংক্ষিপ্ত সংস্করণ প্রকাশিত হয়েছে। আজ প্রকাশিত হলো সম্পূর্ণ সাক্ষাৎকার।
দ্য ডেইলি স্টার: আপনি ডেইলি স্টারকে প্রথম সাক্ষাৎকার দিয়েছিলেন ১৯৯২ সালে। প্রধান উপদেষ্টা হিসেবে আমাদের প্রথম সাক্ষাৎকার দিচ্ছেন, এর জন্য আন্তরিক ধন্যবাদ।
আপনি সারা জীবন দারিদ্র বিমোচন, নারীর ক্ষমতায়ন এসব নিয়েই কাটিয়েছেন। হঠাৎ এই রাজনীতির জীবনে এসে কেমন লাগছে?
অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস: খেই ধরার চেষ্টা করছি। এটা আমার অপরিচিত জগত। সারা জীবন ধরে যে কাজ করেছি এর মধ্যে সেটার প্রতিফলন কীভাবে হবে, হতে পারে, কোন দিক থেকে হতে পারে—সেগুলো দেখার চেষ্টা করছি।
এটা এমন জগত, এটার ভেতরে ঢোকাও খুব কষ্টের জিনিস। কিন্তু, মাঝে মাঝে সুযোগ হয়। যেমন: কপ-২৯। সেখানে সুযোগ হলো, কথা বললাম, সেটাই যেটা সারা জীবন ধরে বলে এসেছি। অনেকে মনে করছে যে, এটা সরকারের কথা হলো না। আমি পরিষ্কার বলেছি যে এটা আমার কথা। আমার কথা আমি বলি। কাজেই আমি বলেছি। কে পছন্দ করবে, অপছন্দ করবে, সেটা তাদের ব্যাপার। আমি এখানে থাকলেও এই কথাগুলো বলব, বাইরে থাকলেও বলব। কাজেই সুযোগ পেলে সেগুলো নিয়ে আসি।