You have reached your daily news limit

Please log in to continue


নির্বাচন দিন, যারা নির্বাচিত হয়ে আসবে তারা দেশ চালাবে: মির্জা ফখরুল

নির্বাচন দিন, যারা নির্বাচিত হয়ে ক্ষমতায় আসবে তারাই দেশ চালাবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আমরা এ সরকারকে পুরোপুরি সমর্থন করব বলেছিলাম। তিন মাসে আশা করেছিলাম সংস্কার শেষে সরকার নির্বাচনী রোডম্যাপ দেবেন। এ দেশ কীভাবে চলবে, তা ৩১ দফার মাধ্যমে বহু আগেই আমরা (বিএনপি) তুলে ধরেছি। যত দ্রুত নির্বাচন দেবেন, জাতির জন্য মঙ্গল। দেরি হলে সমস্যাগুলো বাড়বে। এজন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসে পরামর্শ নিন।

বুধবার (২০ নভেম্বর) বিকেল ৫টার দিকে ফেনীর ছাগলনাইয়া আদালত মাঠে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, ভোট দেওয়ার পরিবেশ সৃষ্টি করতে হবে। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। মানুষ ভোট দিতে চায়। ভোটের মাধ্যমে পছন্দমতো প্রতিনিধি নির্বাচন করে বৈষম্যমুক্ত দেশ গড়তে চাই। আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে। সুযোগ নিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। কিন্তু এ দেশের জনগণ ফ্যাসিবাদ, আধিপত্য আর মেনে নেবে না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন