ইরাকে বুধবার (২০ নভেম্বর) থেকে শুরু হয়েছে আদমশুমারি। এ জন্য সারা দেশে কারফিউ জারি করা হয়েছে। বুধ ও বৃহস্পতিবার, এই দুই দিনে দেশটির বাসিন্দাদের ৭০টির বেশি প্রশ্ন করা হবে।
এক বাড়িতে কয়জন বাস করেন, বাসিন্দাদের স্বাস্থ্যের অবস্থা, শিক্ষাগত যোগ্যতা, কর্মসংস্থান, গাড়ির সংখ্যা, এমনকি জীবনযাত্রার মান জানতে একটি বাড়িতে কী ধরনের অ্যাপ্লায়েন্স আছে, তা জানার চেষ্টা করা হবে।