দেশে উৎপাদিত প্রসাধনীতে করের বোঝা, আমদানিতে ছাড়

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৪, ১৬:৩০

মেয়েদের বহুল ব্যবহৃত প্রসাধনী লিপস্টিক। পণ্যটি দেশে উৎপাদন করলে (একপিস ৩.৭ গ্রাম) স্থানীয় উৎপাদনকারী প্রতিষ্ঠানকে শুল্ক ও কর দিতে হয় প্রায় ২০৫ টাকা। কিন্তু একই পণ্য আমদানি করলে শুল্ককর লাগে মাত্র ৪৩ টাকা। স্থানীয় পর্যায়ে প্রসাধনী উৎপাদন করতে প্রায় পাঁচগুণ বেশি খরচ করতে হয়, যা এ শিল্প বিকাশের প্রধান অন্তরায়।


শুল্ককরের তথ্য বিশ্লেষণে দেখা যায়, একপিস লিপস্টিকে সম্পূরক শুল্ক ২ টাকা ৯০ পয়সা, আমদানি পর্যায়ে ভ্যাট ১ টাকা ৪০ পয়সা ও সরবরাহ পর্যায়ে পরিশোধিত ভ্যাট ৩৮ টাকা ৬০ পয়সা দিতে হয়। অর্থাৎ, মোট করভার ৪২ টাকা ৯০ পয়সা।


একই ধরনের লিপস্টিক দেশে উৎপাদন করলে সরবরাহ পর্যায়ে সম্পূরক শুল্কই দিতে হয় ৭৭ টাকা ১৯ পয়সা। একই সঙ্গে সরবরাহ পর্যায়ে পরিশোধিত কর ১২৭ টাকা ৩৭ পয়সা। উৎপাদনের ক্ষেত্রে মোট করভার দাঁড়ায় ২০৪ টাকা ৫৬ পয়সা।


শুধু লিপস্টিক নয়, কালার কসমেটিকসের মধ্যে ফাউন্ডেশন, কনসিলার, ফেসপাউডার, লিপস্টিক, মাসকারা, আইলাইনার, ব্লাশসহ অধিকাংশ পণ্যের উৎপাদন ও আমদানি পর্যায়ে শুল্ককরের এমন বড় বৈষম্য রয়েছে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও