 
                    
                    জন্মদিনের প্রথম প্রহরে তারেক পেয়েছেন মায়ের ফোন
                        
                            বিডি নিউজ ২৪
                        
                        
                        
                         প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৪, ১৬:০১
                        
                    
                জন্মদিনের প্রথম প্রহরেই ঢাকা থেকে টেলিফোনে মায়ের শুভেচ্ছা পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বিএনপির প্রতিষ্ঠাতা, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় ছেলে তারেক জীবনের ৫৯ বছর পূর্ণ করলেন বুধবার। ১৯৬৫ সালের ২০ নভেম্বর তার জন্ম।
জরুরি অবস্থার সময় ২০০৮ সালে সপরিবারে লন্ডনে যাওয়ার পর থেকেই সেখানে নির্বাসিত জীবন কাটাচ্ছেন তারেক, সঙ্গে রয়েছেন স্ত্রী জোবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার একজন ব্যক্তিগত চিকিৎসক বলেন, “প্রতি রাতেই ম্যাডাম তারেক রহমানের সঙ্গে কথা বলেন। গতকাল রাতেও কথা বলেছেন। জন্মদিন… স্বাভাবিকভাবেই জন্মদিনের উইশ করেছেন ম্যাডাম।”
দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির কয়েকজন সদস্যও টেলিফোনে ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
                        
                            
                            ১ বছর, ৭ মাস আগে
                        
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                