পুরোপুরি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ডিলিট করতে যা করবেন
প্রতিদিন বিশ্বের প্রায় ২০০ কোটি মানুষ ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ ব্যবহার করছেন। চ্যাট নিরাপত্তা, এইচডি কোয়ালিটি ছবি, ভিডিও আদান-প্রদান করা যায় খুব সহজে। প্ল্যাটফর্মটি ব্যবহারকারীদের নিরাপত্তা ও হোয়াটসঅ্যাপ ব্যবহারের অভিজ্ঞতা ভালো করতে নানান ফিচার যুক্ত করছে।
তবে অনেক সময় অনেকেই পুরোনো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ডিলিট করতে চান। দেখে নিন কীভাবে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট পুরোপুরি ডিলিট করবেন-
>> অ্যান্ড্রয়েড ফোনে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি ওপেন করুন।
>> উপরের ডান দিকের কোণে তিনটি বিন্দুতে ক্লিক করতে হবে।
>> সেটিংস অপশনে গিয়ে ‘অ্যাকাউন্ট’ অপশনে ক্লিক করতে হবে।
>> ‘ডিলিট অ্যাকাউন্ট’-এ ক্লিক করে নিজের নম্বর লিখতে হবে।
>> ড্রপডাউন মেনু খুলে যাবে। সেখানে অ্যাকাউন্ট ডিলিট করার কারণ বাছতে হবে।
>> এবার ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করুন।
>> তারপর আবারো আপনাকে সময় দেবে হোয়াটসঅ্যাপ যে, আপনি সত্যিই অ্যাকাউন্ট ডিলিট করতে চান কি না। চাইলে এখান থেকে আবার ফিরে আসতে পারবেন। আবার চাইলে ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করে অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করে দিতে পারেন।
- ট্যাগ:
- প্রযুক্তি
- অ্যাকাউন্ট
- ডিলিট
- হোয়াটসঅ্যাপ