থানায় বানরের আক্রমণ, ভেতরে অবরুদ্ধ পুলিশ
পুলিশ সাধারণত সন্দেহভাজন অপরাধীদের গ্রেপ্তার করে থানায় এনে বন্দী করে রাখে। কিন্তু এবার থাইল্যান্ডে ঘটেছে উল্টো ঘটনা। থাইল্যান্ডে প্রায় ২০০ বানরের একটি দল একটি পুলিশ স্টেশনে হামলা করে সেখানকার পুলিশদের বেশ কয়েক ঘণ্টা আটকে রেখেছিল।
থাইল্যান্ডের মধ্যাঞ্চলের লপবুরি প্রদেশের রাজধানী লপবুরিতে গত শনিবার এমনই এক ঘটনা ঘটেছে। উচ্ছৃঙ্খল বানরের আক্রমণের শিকার হওয়া অবশ্য থাইল্যান্ডের এই নগরের বাসিন্দাদের জন্য নতুন নয়। অনেক দিন ধরেই তাঁরা বানরের অত্যাচারে অতিষ্ঠ। সেখানে বানরের সংখ্যা দ্রুত বাড়ছে।
খাবারের খোঁজে বানরের দল যখন-তখন লোকালয়ে যেখানে–সেখানে হানা দিচ্ছে। কখনো কখনো সেগুলো আক্রমণাত্মকও হয়ে ওঠে। উচ্ছৃঙ্খল বানরের দলকে আটকাতে নগর কর্তৃপক্ষ বিশেষ ধরনের বেষ্টনীও নির্মাণ করেছে। কিন্তু তাতে সব সময় শেষ রক্ষা হচ্ছে না।
যেমনটা হয়েছে থাইল্যান্ডের লপবুরি পুলিশ স্টেশনে। শনিবার হঠাৎ প্রায় ২০০ বানর বেরিয়ে আসে এবং নগরজুড়ে তাণ্ডব শুরু করে। একপর্যায়ে বানরের একটি দল লপবুরি থানায় হানা দেয়।
- ট্যাগ:
- জটিল
- থানা
- বানর
- আক্রমণ
- বিচিত্র ঘটনা