বলিউড বাদশাহ শাহরুখ খান একসময় বাথরুমে একা বসে দিনের পর দিন কেঁদেছেন। সে কথা নিজেই প্রকাশ্যে আনলেন এ অভিনেতা। কারণ তার মনে হতে থাকে যে, এই বিশ্বের কেউ তার সাফল্য দেখতে চান না বলেই এমন দুঃসময় দেখছেন। সেই মুহূর্তে নিজেকে বাথরুমে আটকে রেখেছিলেন তিনি।
আনন্দবাজার সূত্রে জানা গেছে, নিজের সাফল্য নিয়ে কথা বলতে গিয়ে দুঃসময়ের কথা মনে পড়ে যায় বলিউড বাদশাহ শাহরুখ খানের। ২০২৩ সাল দুর্দান্ত গেছে তার জীবনে। পর পর তিনটি ছবি মুক্তি পেয়েছে এবং তিনটি ছবিই সফল বক্স অফিসেও। যদিও তার আগে টানা চার বছর এ কিং খানের একেবারে গৃহবন্দি অবস্থায় কেটেছে।
আসলে ‘জিরো’ ছবির পর থেকে পর পর ব্যর্থতা দেখেছেন শাহরুখ খান। যে ছবিতেই হাত দিয়েছেন সেটিই ব্যর্থ হয়েছে। সেই সময় নিজেকে দোষারোপ করতে থাকেন তিনি।
শাহরুখ খান মনে করেন যে, এই বিশ্বের কেউ তার সাফল্য দেখতে চান না বলেই এমন দুঃসময় দেখছেন তিনি। সেই সময় একাধিকবার নিজেকে বাথরুমে আটকে রেখেছেন লম্বা সময় ধরে।