সমতায় শেষ ব্রাজিল-উরুগুয়ের লড়াই
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৪, ০৯:৪০
শেষ দিকে দারুণ জমে ওঠা লড়াইয়ে জিততে পারল না কেউ। অনেক সুযোগ হারানোর ম্যাচ শেষ হলো সমতায়। বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে পয়েন্ট ভাগাভাগি করল দুই সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল ও উরুগুয়ে।
বাংলাদেশ সময় বুধবার সকালে ১-১ গোলে শেষ হয়েছে লাতিন আমেরিকার দুই পরাশক্তির লড়াই।
দ্বিতীয়ার্ধে ফেদে ভালভের্দের গোলে এগিয়ে যায় উরুগুয়ে। একটু পরেই ব্রাজিলকে সমতায় ফেরান জেহসন।
স্কোর লাইনেই কেবল সমতা। এছাড়া বাকি সব দিক থেকেই ঘরের মাঠে এগিয়ে ছিল ব্রাজিল। প্রায় ৬২ শতাংশ বল দখলে রেখে গোলের জন্য ১৮টি শট নেয় দরিভাল জুনিয়রের দল। তাদের কেবল তিনটি শট ছিল লক্ষ্যে।
রক্ষণে বেশি মনোযোগ দেওয়া উরুগুয়ের আট শটের দুটি ছিল লক্ষ্যে। ডি বক্সে বেশ কয়েকবার বল পেলেও দুর্বল শটে সুযোগ নষ্ট করে মার্সেলো বিয়েলসার দল।
- ট্যাগ:
- খেলা
- বিশ্বকাপ বাছাইপর্ব