স্মার্টফোন কেনার আগে ১০টি বিষয় মাথায় রাখুন
স্মার্টফোন এখন যতটা শখের জিনিস, ঠিক ততটাই প্রয়োজনীয়। তাই স্মার্টফোন এখন আমাদের দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশ। বাজারে অসংখ্য ব্র্যান্ড ও মডেল থাকায় সঠিক ফোনটি বেছে নেওয়া অনেক সময় চ্যালেঞ্জিং হয়ে পড়ে। তাই স্মার্টফোন কেনার আগে নিচের ১০টি বিষয় বিবেচনায় রাখুন।
বাজেট নির্ধারণ করুন
আপনার প্রয়োজন এবং সামর্থ্যের মধ্যে সামঞ্জস্য রেখে বাজেট নির্ধারণ করুন। বিভিন্ন দামের মধ্যে উপযুক্ত ফোন বাছাই করতে এটি গুরুত্বপূর্ণ।
অপারেটিং সিস্টেম নির্বাচন
অ্যানড্রয়েড না আইওএস, কোনটি আপনার জন্য বেশি সুবিধাজনক? এটি আগে টিক করে নিন। আইওএস ব্যবহারকারীদের জন্য অ্যাপল ইকোসিস্টেমের সুবিধা রয়েছে, আর অ্যানড্রয়েড ফোনে বিভিন্ন বাজেট ও কাস্টমাইজেশনের সুযোগ বেশি।
প্রসেসর ও পারফরম্যান্স
ফোনের প্রসেসর (যেমন Snapdragon, MediaTek বা Apple A-series) নির্ভর করে ফোনের পারফরম্যান্সের ওপর। গেমিং, মাল্টিটাস্কিং বা ভিডিও এডিটিংয়ের জন্য শক্তিশালী প্রসেসর প্রয়োজন।
র্যাম ও স্টোরেজ
কমপক্ষে ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি স্টোরেজের ফোন বেছে নিন। যদি বেশি অ্যাপ ব্যবহার করেন বা গেম খেলেন, তাহলে ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভালো।
- ট্যাগ:
- প্রযুক্তি
- স্মার্টফোন
- নতুন ফোন কেনা