উখিয়া সীমান্তে ভেসে আসছে বিস্ফোরণের শব্দ
কক্সবাজারের টেকনাফের পর এবার উখিয়া সীমান্তে মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে থেমে মর্টারশেল বিস্ফোরণ ও ভারী অস্ত্রের গোলাগুলির শব্দ ভেসে আসছে।
মঙ্গলবার (১৯ নভেম্বর) সকাল থেকে উখিয়ার পালংখালি ইউনিয়নের সীমান্তজুড়ে বিস্ফোরণের বিকট শব্দ শোনা যাচ্ছে।
বিষয়টি নিশ্চিত করেন পালংখালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গফুর উদ্দিন চৌধুরী।
তিনি বলেন, বিস্ফোরণের বিকট শব্দে এপারের সবাই আতঙ্কিত। ৩-৪ মাস আগেও এই সীমান্তে বিস্ফোরণের বিকট শব্দ ভেসে আসছিল।