ব্যক্তিগত বিষয়ে কোনো কথা বলতে চান না রাজ

প্রথম আলো প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৪, ১৮:৫২

আগে একাধিক চলচ্চিত্রে অভিনয় করলেও রায়হান রাফীর পরাণ দিয়ে আলোচনায় আসেন শরীফুল রাজ। পরে হাওয়া, গুণিন, দামাল, কাজলরেখা, দেয়ালের দেশ, ওমর সিনেমা দিয়ে আরও পাকাপোক্ত হয় ক্যারিয়ার। তারপর একের পর এক চিত্রনাট্য আর সিনেমা শুটিং নিয়ে ব্যস্ততার মধ্যে হঠাৎ করেই শুটিং থেকে দূরে এই আলোচিত ঢালিউড তারকা। সামাজিক যোগাযোগমাধ্যমেও তিনি নীরব। একটাই প্রশ্ন সামনে আসছে, এখন কী করছেন শরীফুল রাজ?


গতকাল ছিল এই অভিনেতার জন্মদিন। দুপুরে ফোনে শুভেচ্ছা বিনিময় শেষে জানালেন, বেশ কিছুদিন শুটিং থেকে দূরে থাকায় কিছুটা অনিয়ম হয়েছে। তবে এর মধ্যেই নিয়ম করে হাতে থাকা চিত্রনাট্যগুলো পড়ছেন। যেসব সিনেমার শুটিং করার কথা রয়েছে, সেগুলোর জন্য নিয়মিত প্রস্তুতির মধ্যে থাকতে হচ্ছে। বললেন, ‘শুটিং না থাকলেও শুয়ে-বসে থাকার সময় নেই।’


‘রাজনৈতিক পরিস্থিতির কারণে কয়েক মাস ধরে শুটিং করা হচ্ছে না। এর মধ্যে বেশ কিছু কাজ করার কথা ছিল। সেগুলো হয়তো সামনে শুটিং শুরু হবে।’ বললেন রাজ। ‘দর্শকদের সামনে সময়-সময়ই আমি নতুনভাবে আসতে চাই। যে কারণে চিত্রনাট্যের ওপর বেশি গুরুত্ব দিই। এ কারণে অনেক সময় অনেকের সঙ্গে হয়তো সম্পর্কও খারাপ হয়। কিন্তু আমি অপেক্ষাই করি ভালো চরিত্রের। আমার শুটিংয়ে থাকলেও ভালো লাগে। বরং শুটিং না করায় শরীর ম্যাজম্যাজ করে। স্বস্তি পাই না।’


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও