একটি কলার দাম ১২ কোটি টাকা
একটি পাকা কলা আপনি কত টাকায় কিনবেন? ১০, ১২, ২০, ২৫ বা ১০০ টাকায়। কিন্তু একটি হলুদ রঙের পাকা কলা ১০ লাখ মার্কিন ডলারের বেশি দামে বিক্রি হবে বলে আশা করা হচ্ছে। টাকায় যার মূল্য ১১ কোটি ৯৮ লাখের বেশি।
রুপালি রঙের টেপ দিয়ে সাদা রঙের দেয়ালে আটকানো একটি হলুদ রঙের পাকা কলা।
এটি একটি শিল্পকর্ম। নিউইয়র্কে নিলাম হাউস সদবির একটি নিলামে শিল্পকর্মটি ১০ লাখ মার্কিন ডলারের বেশি দামে বিক্রি হবে বলে আশা নিলাম হাউস কর্তৃপক্ষের।
দেয়ালে সাঁটা এই শিল্প-কলার নাম দেওয়া হয়েছে ‘কমেডিয়ান’। তৈরি করেছেন ইতালির শিল্পী মাউরিজিও কাতেলান।
২০১৯ সালে প্রথম আর্ট ব্যাসেল মিয়ামি বিচ ফেয়ারে একটি প্রদর্শনীতে কলা দিয়ে তৈরি এই শিল্পকর্ম প্রদর্শন করা হয়। সেবার অন্য একজন শিল্পী কলাটি দেয়াল থেকে খুলে খেয়ে ফেলেন, শুরু হয় হাস্যরস। পরে ফাঁকা জায়গায় আরেকটি কলা লাগিয়ে দেওয়া হয়।
- ট্যাগ:
- জটিল
- শিল্পকর্ম
- নিলামে বিক্রি