নাগরিকত্বের লোভে ভারতীয় নারীরা ক্যানাডায় করেন সন্তান প্রসব, তোলপাড় নেটদুনিয়া
অনেকদিন ধরেই ভারত-ক্যানাডার সম্পর্কে রাজনৈতিক টানাপোড়েন চলছে। আর এরই মধ্যে রমরমিয়ে ভাইরাল একটি ভিডিয়ো। নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ভিডিওটি শেয়ার করেছেন জনৈক কানাডিয়ান। বলাবাহুল্য, সেই ভিডিয়োতে ভারত বিদ্বেষ স্পষ্ট। ভিডিয়োতে ব্যক্তির দাবি, হাসপাতালে তাঁর প্রসূতি আত্মীয়ার নার্স নাকি জানিয়েছেন যে, ক্যানাডার হাসপাতালগুলির প্রসূতি ওয়ার্ড ভারতীয় মহিলায় পরিপূর্ণ।
তাঁরা বিনামূল্যে সন্তান প্রসব করতে এবং সন্তানকে ক্যানাডার নাগরিকত্ব দেওয়ার লোভেই নাকি ক্যানাডায় উড়ে যান। বিষয়টি সেখানেই থেমে থাকেনি। ওই ব্যক্তির আরও অভিযোগ, গর্ভবতী ভারতীয় মহিলারা বিনামূল্যে সন্তান প্রসবের জন্য ক্যানাডায় উড়ে যান। এবং কানাডিয়ানদের ট্যাক্সের টাকায় সন্তানের জন্ম দেন। সন্তান প্রসবের পর তাঁরা ভারতে ফিরে যান বটে, কিন্তু তিনি হলফ করে বলতে পারেন যে, সেই সন্তান বড় হয়ে নাগরিকত্বের দাবি নিয়ে ফের ক্যানাডায় ফিরে আসবে। এবং নিজের কানাডিয়ান নাগরিকত্বের জোরে তাঁর বাবা-মা, ভাই-বোন সহ সমস্ত আত্মীয়দের নিয়ে ক্যানাডায় ভিড় জমাবে।