এডিস মশা শরীরের কোন অংশে বেশি কামড়ায়?
ডেঙ্গু জ্বরের প্রকোপ কমছে না। সচেতন থাকা ছাড়া ভালো কোনো বিকল্প নেই। আবার সময়টা ঘোরাঘুরির জন্যও দারুণ। পার্বত্য অঞ্চলের মশার কামড়ে আছে ম্যালেরিয়ার ঝুঁকি। শহর, গ্রাম, পাহাড়, সমুদ্র—যেখানেই থাকুন না কেন, সুস্থ থাকার জন্য আপনাকে সচেতন থাকতেই হবে। তবে মশা কাদের বেশি কামড়ায়, মানবদেহের কোন অংশে কামড়াতে বেশি ‘পছন্দ’ করে, এসব নিয়েও কিছু গবেষণা হয়েছে। বৈজ্ঞানিক এসব গবেষণার বিষয়গুলো সহজভাবে ব্যাখ্যা করলেন স্কয়ার হাসপাতাল লিমিটেডের মেডিসিন বিভাগের কনসালট্যান্ট ডা. তাসনোভা মাহিন।
মশা কাদের বেশি কামড়ায়?
কোনো কোনো গবেষণা বলছে, রক্তের গ্রুপ ‘ও’ হলে মশার কামড় খাওয়ার ঝুঁকি বেশি। তা সেটা ‘ও পজিটিভ’ বা ‘ও নেগেটিভ’ যেটিই হোক। অন্যান্য গবেষণার ফলাফল কিন্তু আবার অন্য রকম। তাহলে ব্যাপারটা কী দাঁড়াল? সীমিত পরিসরে হওয়া এসব গবেষণার কোনোটিকেই ধ্রুব সত্য হিসেবে মেনে নেওয়ার উপায় নেই। কারণ, সুযোগ পেলে মশা যে কাউকেই কামড়ে দেবে।