দ্রব্যমূল্য ও অন্তর্বর্তী সরকারের প্রচেষ্টা
নিত্যপণ্যের বাজারে ভোক্তাদের স্বস্তি দিতে দ্রব্যমূল্য কমানোকে বিশেষভাবে অগ্রাধিকার দিচ্ছে অন্তর্বর্তী সরকার। নিচ্ছে দফায় দফায় বিভিন্ন পদক্ষেপ। টাস্কফোর্স গঠন করে জোরদার করেছে নজরদার-তদারকি ব্যবস্থা। এর পাশাপাশি আমদানি পর্যায়ে নিত্যপণ্যের শুল্ক কমানোসহ নানা পদক্ষেপও নিয়েছে। তদুপরি কোনো কোনো বাজারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঝটিকা অভিযানও পরিচালনা করছে। মোট কথা, বাজারের দুঃসহ অবস্থা থেকে ক্রেতা-ভোক্তাকে স্বস্তি দিতে যতরকম উদ্যোগ নেওয়া যায় তার সবই নিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। এ ধরনের উদ্যোগের ফলে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে আসবে-এমনটি আশা করা যায় নিঃসন্দেহে।
অতীতে দেখা গেছে— পণ্যের দাম বৃদ্ধি যখন অসহনীয় পর্যায়ে চলে যায় তখন পণ্যের ওপর শুল্ক-কর কমানো, খোলাবাজারে পণ্য বিক্রি বাড়ানো এবং বাজার তদারকি জোরদার করার মাধ্যমে বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করে সরকার। বাজার নিয়ন্ত্রণে এর সবগুলো পন্থা প্রয়োগ করছে নতুন সরকার। তবুও দাম বাড়ছে।