You have reached your daily news limit

Please log in to continue


আইপিএল নিয়ে ‘বেশি আশা’ নেই, তবে সুযোগ পেলে ভালো করার আত্মবিশ্বাস আছে রিশাদের

২০২৫ আইপিএলের নিলামে যে ১২ জন বাংলাদেশির নাম আছে তার মধ্যে রিশাদও একজন। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে ১৪ উইকেট নেওয়া এই খেলোয়াড়ের প্রতি নজরে থাকার সম্ভাবনা আছে ফ্রাঞ্জাইসিগুলোর। এবারের আসরে দলও পেতে পারেন এই লেগ স্পিনার। তবে রিশাদ অবশ্য সেভাবে ভাবছেন না।

গ্লোবাল সুপার লিগের উদ্দেশে দেশ ছাড়ার আগে মিরপুরে অনুশীলনে আইপিএল খেলা নিয়ে তার ভাবনার কথা জানতে চাইলে তিনি বলেন, ‘ইচ্ছা তো সবার থাকে। কিন্তু বেশি আশা করা ভালো না। আমি আশা করি না কখনো। তাহলে কষ্ট পাব না। আমি এরকম চিন্তা করি না কখনো কিছু নিয়ে। বিপিএলের ড্রাফট নিয়েও চিন্তা করি না। নরমাল থাকার চেষ্টা করি যে সব কিছু তো আল্লাহর হাতে। দেখা যাক কী হয়।’

কষ্ট পাবেন বলে আশা করেন না, তবে সুযোগ পেলে আইপিএলে ভালো করার আত্মবিশ্বাস আছে রিশাদের, ‘আমার নিজের ওপর আত্মবিশ্বাস আছে। ভালো দিন খারাপ দিন সবারই আসে-যায়। আমি তাই এত কিছু নিয়ে আশা করছি না। যখন আসবে তখন দেখা যাবে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন