You have reached your daily news limit

Please log in to continue


এবারের ‘মিস ইউনিভার্স’ খেতাব পেলেন ভিক্টোরিয়া

২১ বছরের ভিক্টোরিয়া কেজার থিলভিগের মাথায় উঠল ‘মিস ইউনিভার্স ২০২৪’-এর খেতাব। ১২৫ জন প্রতিযোগীকে টপকে মিস ইউনিভার্সের মুকুট ছিনিয়ে নিয়েছেন ডেনমার্কের এই সুন্দরী। মিস ইউনিভার্সের মঞ্চে ডেনমার্কের এটি ছিল প্রথম জয়। 

মেক্সিকো সিটির এরিনা সিডিএমএক্সে বসেছিল ৭৩তম মিস ইউনিভার্সের আসর। এই প্রতিযোগিতায় প্রথম রানার আপ হয়েছেন মেক্সিকোর মারিয়া ফার্নান্ডা বেল্টরান। দ্বিতীয় রানার আপ হন নাইজেরিয়ার সিনদিমা আদেতশিনা। প্রথম পাঁচের মধ্যে ছিলেন থাইল্যান্ডের ওপাল সুচাতা চুয়াংশ্রী এবং ভেনেজুয়েলার ইলিয়ানা মার্কেজ। 

সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবারের প্রিলিমিনারি ইভেন্টে ৩০ জনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হয়। এই পর্বে এক বর্ণাঢ্য জাতীয় পোশাক প্রদর্শনী অন্তর্ভুক্ত ছিল। এরপর সেমি-ফাইনালে অংশগ্রহণকারীরা সাঁতারের পোশাকে প্রদর্শনী করেন। ১২ জন চূড়ান্ত পর্বে উন্নীত হয়ে তাদের সন্ধ্যার পোশাকে মঞ্চে পা রাখেন।  

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন