You have reached your daily news limit

Please log in to continue


শীতের আগে অসুখ-বিসুখ? তুলসী পাতায় মিলবে সমাধান

শীত একটু একটু করে জাঁকিয়ে বসতে শুরু করেছে প্রকৃতিতে। শহুরে দেয়াল ভেদ করে যদিও শীত ততটা আসতে পারেনি, তবে গ্রামের দিকে এখনই জানান দিচ্ছে তার উপস্থিতি। প্রকৃতির এই পালা বদলে সবচেয়ে মুশকিলে পড়ে আমাদের শরীর। কারণ এত দ্রুত পরিবর্তনের সঙ্গে সে খাপ খাইয়ে নিতে পারে না। যার ফলে ঋতু পরিবর্তনের সময়টাতে নানা ধরনের অসুখ-বিসুখ দেখা দিতে পারে। বিশেষ করে এই সময়ে সর্দি-কাশি, গলা ব্যথা, জ্বর ইত্যাদি দেখা দিতে পারে। 

সর্দি-কাশি হলে

তুলসী পাতার সঙ্গে গোল মরিচ খেলে কিছু অসুখ দ্রুত সেরে যায়। তার মধ্যে একটি হলো সর্দি-কাশি। সর্দি-কাশি কিংবা ঘুসঘুসে জ্বর দেখা দিলে তুলসি পাতার সঙ্গে গোল মরিচ মিশিয়ে খাবেন। এর সঙ্গে মেশাতে হবে দশ গ্রামের মতো আখের চিনি। এতে উপকার পাবেন।

অ্যালার্জি হলে

ঋতু পরিবর্তনের সময়ে অ্যালার্জির সমস্যাও দেখা দিতে পারে। বিশেষ করে শীতের আগমনে প্রকৃতি অত্যন্ত ধূসর হয়ে পড়ে। এসময় বাতাসে ভেসে বেড়ায় ধুলো ও নানা রোগ-জীবাণু। তাই এসময় দূষণ ও ধূলোবালির কারণে কারও কারও অ্যালার্জি হতে পারে। এক্ষেত্রেও তুলসি পাতা ও গোল মরিচ একসঙ্গে খেলে উপকার পাবেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন