বাংলাদেশ প্রতিদিনই সংস্কার করা দরকার : মান্না

ঢাকা পোষ্ট প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৪, ১৮:০৪

বাংলাদেশ যতদিন আছে প্রতিদিনই সংস্কার করা দরকার বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তিনি বলেছেন, যেকোনো একটা বস্তুকে প্রতিদিন সংস্কার করলে প্রতিদিন সেটা আরও উন্নত হয়। 


শনিবার (১৬ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে তিনি এ মন্তব্য করেন।


মান্না বলেন, আমি যেরকমভাবে মুগ্ধ, আবু সাঈদকে সম্মান জানাই, তেমনিভাবে যারা প্রবাসে থেকে আন্দোলন করেছে তাদেরকেও সম্মান জানাই। সরকারের কাছে দাবি করছি, প্রবাসীদেরকে যথাযথ সম্মান দেওয়া হোক। বাংলাদেশে আসার পরে তারা যাতে সচ্ছলভাবে চলতে পারে সে ব্যবস্থা করা হোক।   


তিনি বলেন, প্রবাসে যাওয়ার সময় মানুষ অনেক সিন্ডিকেটের মধ্যে পড়ে। এই ধরনের সিন্ডিকেট ভাঙতে হবে। অনেক বেশি টাকা দিয়ে অনেক নির্যাতন ও বঞ্চনার শিকার হতে হয় তাদের। প্রবাসীরা যাতে নিজেদের জীবন সুন্দর করতে পারে সরকারকে সে ব্যবস্থা করতে হবে।  


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও