একপেশে লড়াইয়ে টাইসনের হার, পল বললেন সে সর্বকালের সেরা
নাহ, ‘ব্যাডেস্ট ম্যান অন দ্য প্ল্যানেট’ এর ভেতরকার সেই আগুন দেখা গেল না। ৫৮ বছর বয়সের ভার তাঁকে বাস্তবতাই স্মরণ করিয়ে দিল। বক্সিংয়ে তিনি হতে পারেন কিংবদন্তি, হতে পারেন এই খেলার সর্বকালের সেরাদের একজন—কিন্তু বয়স যে কাউকে এতটুকু ছাড় দেয় না সেটাই টের পেলেন মাইক টাইসন। টেক্সাসে ডালাস কাউবয়েজের মাঠ এটিঅ্যান্ডটি স্টেডিয়ামে আলোচিত বাউটে বয়সে ৩১ বছরের ছোট জ্যাক পলের কাছে হেরে গেছেন কিংবদন্তি।
২০০৫ সালে অবসর নেওয়ার পর এটাই ছিল টাইসনের প্রথম পেশাদার লড়াই। কিন্তু সেই ফেরার স্কোরবোর্ডে অদৃশ্য কালিতে লেখা হলো, একপেশে হার। ৮ রাউন্ডের এই বাউটে পলকে খুব কমই পাঞ্চ করতে পেরেছেন টাইসন। ইউটিউবার থেকে গত পাঁচ বছরের মধ্যে পেশাদার বক্সার বনে যাওয়া ২৭ বছর বয়সী পল বিচারকদের সর্বসম্মত রায়ে জিতেছেন। টাইসনের বিপক্ষে পলকে ৮০-৭২, ৭৯-৭৩ এবং ৭৯-৭৩ স্কোরে এগিয়ে রেখেছিলেন বিচারকেরা।