টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠাই বড় চ্যালেঞ্জ
জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতন হয়েছে অত্যন্ত নির্মমভাবে এবং অনেক রক্তের বিনিময়ে। দেশ এক দীর্ঘ সময়ের অপশাসন থেকে মুক্ত হয়েছে। আমরা এখন একটি টেকসই গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার প্রত্যাশায় আছি। বাংলাদেশের দুর্ভাগ্য যে, রক্তক্ষয়ী জনযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জনের অর্ধশতাব্দী অতিক্রান্ত হওয়ার পরও এখানে গণতন্ত্র স্থায়ী ও নিয়মিত রূপ পায়নি, যদিও এ সময়ের মধ্যে এর আগেও আরেকবার ১৯৯০-এ অনুরূপ লড়াইয়ে এরশাদ সরকারের পতন ঘটেছিল।
তাই এবারের গণঅভ্যুত্থানের পর এখন পর্যালোচনা করে দেখা দরকার, কী কারণে গণতন্ত্র স্থায়ী রূপ পাচ্ছে না এবং এ থেকে উত্তরণের উপায় কী। অর্থাৎ গণতন্ত্রকে কীভাবে টেকসই করা যায়।