নোট টেকিং সাবলীল করতে গুগল কিপের ছয় ফিচার

বণিক বার্তা প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৪, ১১:১৭

ডায়েরি বা রাইটিং প্যাডে বিভিন্ন তথ্য টুকে রাখা ও প্রয়োজনের সময় তা বের করে জেনে নেয়া বেশ সাধারণ একটি কাজ। আধুনিক প্রযুক্তির কল্যাণে বর্তমানে কাজটি করে স্মার্টফোন।


গুগল বা অ্যাপলের অ্যাপ স্টোরে এমন অসংখ্য নোট নেয়ার অ্যাপ পাওয়া যাবে। তবে অনেকেই গুগলের ‘কিপ’ অ্যাপ বেশ পছন্দ করেন। স্বল্প সাইজের অ্যাপটি গুগল অ্যাকাউন্টের মাধ্যমে সিংক করা যায়। ফলে কম্পিউটার থেকেও প্রয়োজনীয় তথ্য দেখে নেয়ার সুবিধা রয়েছে। তবে নোট নেয়াকে আরো উপস্থাপনযোগ্য ও সাবলীল করতে ছোট অ্যাপটিতেও থাকছে অনেকগুলো ফিচার। সচরাচর ব্যবহার করা হয় না কিপের এমন ছয়টি ফিচার সম্পর্কে জেনে নেয়া যাক—

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও