স্মৃতিভ্রম রোগে আক্রান্ত এক তরুণীর গল্পের নাটক ‘যেওনা তুমি এখনি’ প্রচার হবে বাংলাদেশ টেলিভিশন-বিটিভিতে।
বিটিভি বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সাপ্তাহিক একক নাটক হিসেবে শনিবার রাত ৯টা ৫ মিনিটে ‘যেওনা তুমি এখনি’ প্রচার হবে।
সারিব হাসানের রচনায় নাটকটি প্রযোজনা করেছেন গোলাম মোর্শেদ।