You have reached your daily news limit

Please log in to continue


বন্ধুত্বের গল্পে জাহিদ প্রীতমের ‘ফ্রেঞ্জি’, মুক্তি ২০ নভেম্বর

এই সময়ের বন্ধুত্বের গল্পে বিঞ্জ অরিজিনাল সিরিজ ‘ফ্রেঞ্জি’ নির্মাণ করেছেন তরুণ নির্মাতা জাহিদ প্রীতম। সিরিজটি ২০ নভেম্বর মুক্তি পাবে।

এর আগে ‘বুকপকেটের গল্প’, ‘তিলোত্তমা’ নির্মাণ করে পরিচিতি পেয়েছেন নির্মাতা জাহিদ প্রীতম। এবার ফ্রেঞ্জি নিয়ে আসছেন তিনি। গতকাল প্রথম আলোকে তিনি বলেন, ‘ফ্রেঞ্জি মানে উন্মাদনা, পাগলামো। গল্পটা এখনকার বন্ধুত্বের গল্প। বন্ধুত্বের পাশাপাশি এই গল্পে দেখা মিলবে নতুন কিছু চরিত্রের।’

সিরিজে একদল তরুণের জীবনের সুখ-দুঃখের পাশাপাশি রিলেশনশিপ, সিচুয়েশনশিপকেও পর্দায় তুলে আনছেন তিনি। হাসিব হাসান চৌধুরীর ‘ফ্ল্যাট ১৪৩’ গল্প অবলম্বনে সিরিজের চিত্রনাট্যও করেছেন জাহিদ প্রীতম। এটি প্রযোজনা করেছেন উম্মে খাইরুন ইসলাম।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন