আ. লীগকে নির্বাচনে নিষিদ্ধ করার দাবি জাতীয় নাগরিক কমিটির
কালের কণ্ঠ
প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৪, ২২:২৯
গণ-অভ্যুত্থানের ১০০ দিন উপলক্ষে জুলাই হত্যাকাণ্ডের ঘটনায় আওয়ামী লীগের বিচার এবং নির্বাচনে দলটির অংশগ্রহণ নিষিদ্ধ করার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি। শুক্রবার (১৫ নভেম্বর) বিকেল ৪টায় কেন্দ্রীয় শহীদ মিনারে এক সমাবেশ থেকে এই দাবি জানানো হয়।
সমাবেশে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাছির উদ্দিন পাটোয়ারী বলেন, ‘কতিপয় উপদেষ্টার ব্যাপারে জনগণ উদ্বেগ প্রকাশ করেছে। নাগরিক কমিটি এই উপদেষ্টাদের কাছ থেকে স্বচ্ছ প্রতিক্রিয়া দাবি করে।
আওয়ামী লীগের মিত্ররা বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের বহাল তবিয়তে রয়েছে। এদের সরাতে হবে, নইলে ছাত্র ও জনগণ আবার জেগে উঠবে। প্রয়োজনে আমরা দেখাব ক্ষমতার আসল উৎস জনগণ।’
- ট্যাগ:
- রাজনীতি
- নিষিদ্ধ
- নিষিদ্ধের দাবি
- আওয়ামী লীগ